গোছালো জীবন
জিনিসপত্র গুছিয়ে সবখানেই রাখুন
কর্মস্থল অথবা আপনার বাড়ির যত
অগোছালো জিনিসপত্র মনের শান্তি
নষ্ট করবে তাই গোছালো হয়ে থাকুন।
উপভোগ করার আশা তো ঠিক নয়
বড় কোন ঘটনার তাই সূর্যাস্ত সঙ্গীত
মজার খাবার ইত্যাদির মাধ্যমে যতো
মুহূর্ত উপভোগ্য করলে ই সুখের হয়।
বাড়ি ভালোভাবে তে পরিষ্কার করুন
নির্দিষ্ট সময় অন্তর সব পুরনো ফেলে
দিন অপ্রয়োজনীয় জিনিসপত্র যতো
সঙ্গে সঙ্গে মনকে হালকা করে রাখুন।
জিনিস পত্রের তালিকাই করতে হয়
প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নিশ্চয়ই
এমন বহু জিনিস রয়েছে তো কাছে
যার কোনো প্রয়োজনীয়তা নাহি রয়।
বিভিন্নভাবে উপকারও করতে পারে
সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য কত
ভালো যেমন পরিবেশবান্ধব তেমনই
তেল খরচ ছাড়া চালানো যায় সারে।
না বলাটা কঠিন কাজ হয়েই দাঁড়ায়
কিন্তু নানা ঘটনার প্রেক্ষিতে না বলে
দেওয়া কখনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে
যায় আর কাজটি কঠিন হয়ে গড়ায়।