Youtube Banner কিভাবে Make এবং Setting করবেন

এখনো অনেক ইউটিউবাররাই জানেন না যে কিভাবে ইউটিউব চ্যানেলে ব্যানার লাগাতে হয়?

তাই আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে জানাবো যে ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করবেন এবং সেই ব্যানারটি আপনি কিভাবে ইউটিউব চ্যানেলে সেটিং করবেন। 

আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আপনার একটি ব্যানার প্রয়োজন পড়বে।

ইউটিউব চ্যানেলের ব্যানার কে সাধারণত Youtube Channel Art বলা হয়ে থাকে।

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি youtube চ্যানেলের আর্ট সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

আপনার ইউটিউব চ্যানেলে যদি ব্যানার না থেকে থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটি দর্শকরা সাবস্ক্রাইবার খুব কম করে থাকবে।

তাই আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেল আর্ট সম্পর্কে জানতে হবে।

ইউটিউব চ্যানেল আর্ট কি?

এক কথায় বলতে গেলে বলা যায় ইউটিউব চ্যানেল আর্ট হলো ইউটিউব চ্যানেলের একটি ব্যানার।

আপনিও হয়তো লক্ষ্য করে থাকবেন। যখন আপনি কোন ইউটিউব চ্যানেল ভিজিট করে থাকেন তখন হয়তো আপনার সামনে ঠিক নিচের এই ছবিটির মত এসে যায়।

সুতরাং যখন আপনার চ্যানেলে কোন একজন ভিজিটর ভিজিট করতে আসবে।

তখন সেই ভিজিটর বুঝতে পারে যে আপনার এই চ্যানেলটি আসলে কোন ক্যাটাগরির চ্যানেল।

সুতরাং সেই ভিজিটর যদি ওই চ্যানেলের ক্যাটাগরির ভিডিও দেখার জন্য উৎসাহী হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শুধুমাত্র চ্যানেল আর টি দেখেই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। 

তাই একটি চ্যানেলের জন্য সেই চ্যানেলের ব্যানারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

ইউটিউব চ্যানেল আর্ট কিভাবে তৈরি করতে হয়?

প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে ফটোশপের কাজ জানতে হবে। 

যদি আপনি ফটোশপ দিয়ে ইউটিউব চ্যানেল আর টি তৈরি করতে না পারেন। 

তাহলে আপনি বিভিন্ন সাইটের মাধ্যম দিয়ে ইউটিউব চ্যানেল আরটি তৈরি করে নিতে পারেন।

যেমন canva.com।

এছাড়াও আপনি youtube চ্যানেল ব্যানার কিনে নিতে পারেন fiverr.com থেকে। 

তারা আপনাকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করে দিতে পারবে।

ইউটিউব চ্যানেল আর্ট চ্যানেলে কিভাবে সেটিং করতে হয়?

ইউটিউব চ্যানেল আর টি চ্যানেলে সেটিং করার জন্য প্রথমে আপনাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে।

এবার আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন Customization অপশনটি।

আপনাকে ক্লিক করতে হবে Customization অপশনটিতে।

Customization ক্লিক করার পর আপনি তিনটি অপশন দেখতে পারবেন।

এবার আপনাকে ক্লিক করতে হবে Branding অপশনটিতে।

ব্র্যান্ডিং অপশনটিতে ক্লিক করার পরে আপনি নিজেই দেখতে পারবেন Banner image নামের এই অপশনটি।

এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন Change এবং Remove নামের দুটি অপশন।

এখন আপনি যদি আপনার ব্যানারটি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ এ ক্লিক করতে হবে আর যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভ করে আবার নতুন করে একটি আপলোড দিতে পারবেন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *