কতো কষ্টে বাঁচে
সন্তান সন্ততি আছ যারা
শিক্ষার সবার প্রয়োজন
এতে কেউ ভুল করো না
চরণ ধর উস্তাদের তোরা।
যারা সোনার এ বাংলায়
জন্ম গ্রহণে বেঁচে আছো
চেষ্টা শ্রমে থাক রত যারা
গরিবকুলে জন্ম নিলায়।
স্বাধীনও হলো দেশ তাই
শ্রমের মজুরি সঠিক নাই
বেঁচে থাকতে সবাই চাই
কেমনে সবে শান্তি পাই।
বিপন্ন লোক যারা আছে
দুর্ভোগ দুর্গতিতে রয়েছে
অনেক কষ্ট দু:খেই বাঁচে
কত বিত্তশালী রঙ্গে নাচে।
ক্ষুধায় খাদ্য নাই যে যার
ব্যাধিতে পায় না ডাক্তার
অভাব অনটন যতো তার
কষ্টে দিন কাল করে পার।
.