বিচার চাই !
যত দোষের বিচার আছে
এখনও ব্যবস্থা রয়ে গেছে
কৃপা চাইনি তোমার কাছে
উচিত বিচার আমার চাই!
কেহই দোষী হলে বিচারে
তারে সাজা দিবাতো পরে
এখন কেন মার অনাহারে
কেমন বিচার জানতে চাই!
এসব কি তোঁর বিবেচনা
অনেক পেল মাখন ছানা
কত আছে ভাত জুটে না
ঘর ভাঙা আর ছানি নাই!
কতো করে ভোগবিলাস
গরিবের থাকেই সর্বনাশ
কেড়েও নেয় মুখের গ্রাস
তাদের মনে কি দয়া নাই!
এ সকল যতো ব্যবহারে
অনেক মানে না তাদেরে
কথা বার্তায়ও তুচ্ছ করে
আগের মত ইজ্জত নাই!
যদি রাখতে চাও যে মান
যত সমস্যা কর সমাধান
নিজের বিচার নিজে কর
আদালতের দরকার নাই।
খোদা তায়ালা দয়াল বলে
তাঁর ও নবীজির পথে চলে
ইহ পরকালে ই শান্তি মিলে
আল্লার শত করুণার ফলে!