নিরবে অশ্রু ঝরে !

বিরহ কতো যেনো দুঃখজনক হয়
এ জন্যেই আমাদের মনে কষ্ট সয়
কাহারো নিরবেই অশ্রু ঝরতে রয়!

পৃথিবীতে অসংখ্য দুর্গতিও আছে
দুর্ভোগ তো মানুষ সহ্য করে নিছে
আরো অগনিত ভোগ করে গেছে!

সুখেরই প্রত্যাশায় যত কাছে টানে
ছোটো বড়ো বিরহেরই ব্যথা জানে
যন্ত্রণা এ জন্যে বাড়ে সকলে মানে!

দূরে চলে যাওয়ার বাস্তব অভিনয়
ব্যর্থ প্রত্যয় কতো শত যে শুরু হয়
ঔষধ পথ্যে কখন হয় না নিরাময়!

আহতের যন্ত্রনা উপশমে ভুলে যায়
কিন্তু অপমানিত হলে শান্তি না পায়
বিলম্বে হলেও প্রতিশোধ নিতে চায়!

আন্তরিকতার ফলে অনেকে কাঁদে
যার জন্যে এত মহব্বত সেও হাসে
কখনো অন্যের সাথেও গিয়ে মিশে!

শুধুই সময়ে প্রয়োজনে কাছে থাকে
আদর স্নেহ ও মমতা করা হয় যাকে
যাওয়ার প্রাক্ষালে স্বার্থ লুটে ফাঁকে!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *