জগৎ অনেকের রঙ্গশালা !
পৃথিবীর কতো মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে
অনেকের ব্যথা মেজাজ দিয়েও প্রকাশ করে
আর যাদের দু:খ হৃদয়ের মাঝে শুকিয়ে মরে
চেপে রাখতে না পারলে কাঁদে জোরে সোরে!
কাহারো বেদনা আছে যা তাকে তুকিয়ে মারে
দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে যে পারে
আনন্দ পুরোটা উপভোগ করাতেই চায় যারে
অবশ্য কারো সঙ্গে ভাগ করে নিতে হয় তারে!
কতো বন্ধু ছাড়া থাকার কোনো সাধ্য না পায়
কারণ জীবনের চেয়ে বেশি স্নেহ পাওয়া যায়
চলাচলে একে অন্যের মতামতের থাকে সায়
যতো স্থানেই ঘুরাঘুরি করে একত্রে বসে খায়!
আশপাশ কতো ঘুরে হাতে নিয়ে খাবার থালা
গরীব অসহায়দেরও সাহায্য করে আলাপালা
সাচ্ছন্দ বিলাসিতায় জগৎ কাহারো রঙ্গশালা
কতোই মানুষ আছে গলায় পরে ফুলের মালা!