শান্তি আসে !
শিক্ষা মানুষকে উন্নত করে
সকলেই সম্মান করে যারে
আয় ও উন্নতি করতে পারে
সহযোগিতায় কল্যাণ সারে।
শান্তি ও উপার্জন করে নেয়
সমাজে অনেক কিছুই দেয়
তাঁর তরে যা সহানুভূতি রয়
আরো অসংখ্য উপকৃত হয়।
শিক্ষিত সমাজে শান্তি আসে
দুর্ভোগ চলে যায় দূরে ভেষে
কাউকে পায়না কোন দোষে
একে অন্যে অঙ্গাঙ্গিতে মিশে
যতো গণ্ড মূর্খ করে হায় হায়
দিন ও রজনী বুঝা তারা বায়
এবাদত বন্দেগীতে দু:খ যায়
দুনিয়া আখেরাতে শান্তি পায়!