আত্মা বিমূঢ় !

বর্তমান যুগে অনেক আপদ রয় গােপন
ঝঞা আহবান করে তার স্বভাব কোপন।

প্রাক্তন জাতির সভানুষ্ঠান রয় লক্ষ্যহীন
তরুণ জীবন সবুজ শাখা যে রস বিহীন।

প্রকাশ্য চমক মােদের আত্মাবিমূঢ় করে
বাজনা-যন্ত্রগুলো আমাদের বেসুর ধরে।

অন্তর থেকে বহ্নি প্রাচীন যত হরণ যার
অগ্নি-জ্যোতিঃ ‘লা-ইলাহা’র হারায় তার।

মানব জীবন-গঠন বিকল যবে মুহ্যমান
জাতির সত্তাও উত্তোলব করে শক্তিমান।

পিতার রাস্তায় চলাচল করো ঐক্য মত
অনুকরণ জাতির যতো শক্তি আর পথ।

হেমন্ত ঋতুতে দুর্ভাগা ফল ও পুষ্প-হারা
বসন্ত কালের আশায় তরু উচিত ছাড়া।

সিন্ধু হারিয়েই বেশী লোকসান বের কর
ক্ষীণ জল প্রবাহ সংকির্ণ নদী রক্ষা সার।

হয়তো পুনঃ শৈল-প্লাবন বহিবে জোরে
ঢেউ সমেত ঝড়ের মুখে ফেলবে তােরে।

তীক্ষ্ম-দৃষ্টি অন্তর যদি থাকেই অঙ্গে তব
ইস্রাঈল জাতির নিদর্শনেতে শিক্ষা নিব।

উষ্ণ ও শীতল বহমান কালের লক্ষ্য যত
সূক্ষ্মময় প্রাণের দুঃখই গভীর লক্ষ্য তত।

ধীর গতিতে রক্ত বহমান যে শিরায় যার
কত দেউলের পাষাণ রেখা ললাটে তার।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *