আমরা শ্রেষ্ঠ জাতি !
পৃথিবীর বুকে বিরাজমান যতো জাত
আল্লাহ পাক সবার উপরেই মানুষকে
করেছেন তো আশরাফুল মাখলুকাত!
জ্ঞান আর বুদ্ধিতে উন্নত জাতি মোরা
খাছ রহমত দ্বারাই মোদের শ্রেষ্ঠ করে
খোদা করেছেন সকল জাতির সেরা!
সৃষ্টিকর্তা আল্লাহ কতো ই মেহেরবান
সকলের জন্মের পূর্বে যত রিজিকের
ব্যবস্থা রেখেছেন তিনিই তো রহমান!
তিনি জ্বিন ইনসানকে করেছেন সৃষ্টি
শুধু মাত্র তাঁর ইবাদত এবং বন্দেগীর
জন্যে যেন সবে রাখে তাঁকে সন্তোষ্টি!
মানব জাতি মোরা ধরায় আছি যারা
আল্লাহ পাক ও তাঁর রাসুল (স.) এর
কাজ করে হয়ে যাবো সকলের সেরা!