Similar Posts
বিবিধ
Bymumits
জীবনটা বড় অসহ্য মনে হয় তখন।মনেহয় এ জীবনের কী দরকার ছিলো? আবার কখনো জীবন ভরে যায় অনাবিলসুখ আনন্দে; তখন মনে হয় জীবন কেনদ্রুত ফুরিয়ে যায় ! একটা সময়জীবনের পুরনো অনেক স্মৃতি মনেপড়ে যায় । মনে হয় পুরনো দিনগুলিই বুঝি সুন্দর ছিলো।মনেরপর্দায় এসব স্মৃতি হাতড়াতেবড় ভালো লাগে,একা আনমনে। সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে। কেন ভালো…