সোহাগে রয় !
মানুষ কতো যেন অসহায়
জন্মের পর মা বাবা সহায়!
শন্তানরা নির্ভরশীল থাকে
আদর সোহাগ দিয়ে রাখে!
দু:খ কষ্ট বিপদ আপদ রয়
আল্লার কৃপাতেই মুক্ত হয়।
তারা সামান্য বড় যত হলে
অনেক ফিকির বেড়ে চলে।
খেলতে যে কে কাকে মারে
চলাচলেও সাথে পায় যারে।
ঘনিষ্ঠও ছাড় দেয়নি তারা
কতো মারামারি করে যারা।
বেদনার দু:খে ঘাম ও ঝরে
দুর্ভোগ কষ্ট সাহায্যে সারে।
খোদা পাক কত মেহেরবান
কল্যাণ তিনি ই করেন দান।
তাঁর কৃপার আশায় সব রই
ইহ পরকালে যেন শান্তি হই!