সুখ সমৃদ্ধি হয় !
পরের ব্যথায় দু:খ যদি নাহি পাও কখন
মানব কুলেতে জন্ম হবে অসারও তখন!
জীবন অস্থায়ী কেউ টিকে নি চীর কাল
খোদার কাজ যত কর সুস্থ থাকতে হাল!
হযরত আদম (আ.) মোদের পিতা আদি
কখনো লোভ করেননিতো ক্ষমতার গদি!
যত ওলি নবী আউলিয়ারা গেছেন চলে
একই বাক্য তাঁরাও সকলে গেছেন বলে!
আল্লার পথে চলতে আদেশ করেন তাঁরা
তাঁর হুকুম মেনে চললে শান্তি পাব মোরা!
অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেলেন
ইবাদত ও বন্দেগী করে আরাম পেলেন!
আরাধনা উপাসনায় রতোও থাকো সবে
পৃথিবীতে সুখ শান্তি বাড়তে থাকবে তবে!
ইহ আরোও পরকালের মংগল যদি চাও
আল্লাহ নবীর ইবাদত বন্দেগী করে যাও!