তোমার করুণাকামী !
তোমাকে চিনতে করব না যেনো কখনো ভুল
কারণ একমাত্র তুমি হলে আমার জীবনের ও
প্রথমে আসা স্নেহো মমতায় ফোটা পদ্ম ফুল!
তুমি অন্ধকার ঘরের প্রদীপ শিখার ই আলো
আমার কুশল মংগল ও কল্যাণ প্রার্থীই ছাড়া
কিভাবে আমার জীবনে আমি থাকব ভালো!
চাঁদের মিষ্টি আলো দূর আকাশে কতো দেখি
আন্তরিক বন্ধু তুমি তোমায় কতো স্নেহ মায়া
দিয়ে ভালো বাসি আলোকে এর সাক্ষী রাখি!
দূর দিগন্তে যে মিটিমিটি অসংখ্য তারার মেলা
নির্জনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে তো
দেখব আমি সেই মেলায় তোমাকে সারাবেলা!
তোমার মতো নিশি রাতে খুব শান্ত থাকে ভুবন
নিস্তব্ধই রয় মানুষের কোলাহল পাখির গুঞ্জন
আমি তোমাকে চাইবো আমার সারাটা জীবন!
প্রচলিত বাণী চিরন্তনে রয় সৎ সংগে স্বর্গবাস
আর অসৎসংগের ফলশ্রুতিতে মিলে জীবনে
যা সর্বনাশ সব সঠিক চলে করি মুক্তির আশ!
আল্লাহর করুণা যতো আশা করি শতো শতো
তাঁর অফুরন্ত দয়ার ভাণ্ডার থেকেই আমাদের
প্রদান করবেন অসংখ্য অগনিত রহমত যতো!