ফাইভার থেকে আয় করুন প্রতিদিন $100+ ডলার ঘরে বসে :

বর্তমানে যারা অনলাইন থেকে আয় করেন ফাইবার শব্দটি তাদের অজানা নয়।

যে সমস্ত ওয়েবসাইট থেকে অনলাইনে আয় করা যায় তার মধ্যে অন্যতম একটি ওয়েবসাইট হল www.fiverr.com।

ওয়েবসাইট টি টেলি এভিভ নামে এক ব্যাক্তি পহেলা ফ্রেব্রুয়ারী 2010 সালে যাত্রা শুরু করেন।

বর্তমানে একটি English Language, Spanish Language, French language, Dutch language, Portuguese Language এ পরিচালিত হচ্ছে।

দেখুনঃ 2023 সালে অনলাইনে আয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলো।

এই ওয়েবসাইট থেকে বর্তমানে লক্ষ লক্ষ  ফ্রিল্যান্সাররা বিভিন্ন কাজ করে ঘরে বসে ইনকাম করছে।

আপনি যদি একজন চাকরিজীবী বা ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি কাজের পাশাপাশি অথবা পড়ালেখার পাশাপাশি অবসর সময় কাজ করে এখান থেকে ঘরে বসে প্রতিদিন খুব ভালো পরিমাণে আয় করতে পারেন।

Fiverr থেকে কিভাবে আয় করা যায় :

আপনি যদি Fiverr থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে Fiverr এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার দক্ষতার আলোকে একটি Gig তৈরি করতে হবে।

যখন কোন বায়ার সেই কাজটি করাতে ফাইবারে ঢুকবে কাজ করানোর জন্য, তখন আপনার দক্ষতা অনুযায়ী আপনার গিগ টি তাদের সামনে প্রদর্শিত হবে।

তখন তারা আপনাকে অর্ডার করবে। আপনি অর্ডার অনুযায়ী কাজ করে সে বায়ারকে ডেলিভারি দিবেন।

ডেলিভারি দেয়ার সাথে সাথে বায়ারের কাছে কাছে চলে যাবে।

যখন বায়ার আপনার কাজটি বুঝে পাবে এবং বুঝে পাওয়ার পর আপনাকে রিপ্লাই করবে, তখন আপনার একাউন্টে সে কাজের পেমেন্ট জমা হয়ে যাবে।

Fiverr গিগ কাকে বলে?

গিগ হলো আপনি যখন ফাইবারে কাজ করবেন আপনার দক্ষতা অনুযায়ী।

আপনার দক্ষতার একটি চার্ট বা একটি থামনিল ইমেজ আপলোড করতে হবে।

যেটা দেখে এবার বুঝবে যে আপনি এই কাজটি করেন। ফাইবারের ভাষায় এটাকে কি বলা হয়।

 উদাহরণস্বরূপ নিচে কয়েকটি গিগ এর ছবি আপলোড করা হলোঃ

ফাইভার থেকে আয়

কে পেমেন্ট করবে

ফাইবারে আপনি একাউন্ট করার পর আপনি আপনাকে যখন কোন বাইরে কোন কাজের অর্ডার দিবে এবং সে কাজটি আপনি করে বায়ারকে ডেলিভারি দিবেন।

ডেলিভারি দেয়ার পর বায়ার যখন ফিডব্যাক দিবে সাথে সাথে আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে।

টাকাটা আসবে মূলত আপনি যার কাজ করেছেন তার অ্যাকাউন্ট থেকে ফাইবার একাউন্টে চলে আসবে।

ফাইবার একাউন্ট থেকে আপনার একাউন্টে আসবে এবং মাঝখানে ফাইবার অল্পকিছু কমিশন কেটে নেবে তাদের সার্ভিস চার্জ হিসেবে, এমনকি আপনার ইনকামের নিরাপত্তা হিসেবে বলতে পারেন।

দেখুনঃ ইউটিউব থেকে কিভাবে আয় করবেন?

Fiverr প্রোফাইল সাজানো

Create your Seller Profile ক্লিক করে আপনার সম্পূর্ণ জেলার প্রোফাইল আপডেট করতে হবে।

আপনার জেলার প্রোফাইল আপডেট হয়ে গেলে পাবলিশ ইউরিক একটা অপশন আছে সে অপশনে গিয়ে আপনার গিফট তৈরি করতে হবে।

Fiverr এর গিগ তৈরি করবেন :

আপনার প্রোফাইলের সকল তথ্য সম্পূর্ণভাবে পূরণ করার পর নিচের ছবির মত একটি অপশন আসবে এখান Create Gig ক্লিক করে তৈরি করতে হবে।

এখানে ক্লিক করার পর নিচে একটি পেজ আসবে এখানে আপনার সমস্ত ইনফরমেশন ভালোভাবে দিয়ে ফিলাপ করতে হবেঃ

অতঃপর Save and Continue পর নিচে আরেকটি পেজ আসবে, এখানে লাল চিহ্নিত অংশগুলো অবশ্যই পূরণ করতে হবে।

অতঃপর আবার Save and Continue বাটনে ক্লিক করুন।

এ পর্যায়ে আপনার গিফট তৈরি করার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। 

অতঃপর Publish Gig এ ক্লিক করে আপনার গিগটি পাবলিস করতে হবে।

আপনার ফাইবার গিগটি পাবলিশ হয়ে গেলে নিচে দেখাবে এবং সেখান থেকে কাস্টমাররা অর্ডার করলে আপনার ড্যাসবোর্ডে একটি অর্ডার চলে আসবে।

তখন আপনি বায়ারের সাথে কথা বলে তার কাজটি সম্পন্ন করবেন এবং পেমেন্ট নিবেন।

Fiverr এর বায়ারদের সাথে যোগাযোগ স্থাপন করবেন :

ইতিমধ্যে আপনার একটি ফাইবারের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং আপনি একটি গিগও তৈরি করে ফেলেছেন। 

এখন শুধু অপেক্ষার পালা। যখনি বায়ার আপনাকে অর্ডার করবে তখনই আপনি তাদের কাজ করতে পারবেন। 

প্রথম অবস্থায় অর্ডার পেতে মোটামুটি সময় লাগে। আর যদি ভালোভাবে খুব সুন্দর করে বুঝে শুনে একটি গিগ সাজাতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি রেসপন্স পাবেন আশা করি।

যখনই কোন বায়ার আপনাকে অর্ডার করবে বায়ারের সাথে যোগাযোগ স্থাপন করাটা খুবই জরুরি একটা বিষয়। 

আপনি যদি বাইরের সাথে কমিউনিকেশন ভালো না রাখতে পারেন তাহলে বায়ার আপনাকে কাজ দিতে আগ্রহ পোষণ করবে না।

কোন কিছু জানতে চাইলে যত দ্রুত সম্ভব তাদের রেসপন্স করতে হবে। না হলে অন্যত্র চলে যাবে।

যেভাবে Fiverr এ অর্ডার পাবেন- ফাইভার থেকে আয় :

আপনার ফাইবারে গিগ তৈরি হওয়ার পর, দ্রুত অর্ডার পেতে কিছু কাজ করতে পারেন।

সে গুলো হলো আপনার সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়া।

ইউটিউব বা আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন। 

আপনার প্রযেক্ট সম্পর্কে যত লোক জানবে ততই আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে ।

যেভাবে Fiverr এ  আপনার প্রজেক্ট ডেলিভারী দিবেন :

যখন আপনার কাজটি শেষ হয়ে যাবে তখন বায়ারকে নক করে কাজটি জমা দেবেন।

জমা হয়ে গেলে বায়ারকে বলবেন আপনাকে একটি ভালো ফিডব্যাক দিতে কেননা বায়ার যখনই আপনাকে ভালো ফিডব্যাক দেবে পরবর্তীতে অর্ডার পাওয়ার জন্য সেই ব্যক্তি আপনাকে সহায়তা করবে। 

এবং বায়ার যখন আপনাকে ফিডব্যাক দিবে তখন এই কাজের টাকাটা আপনার একাউন্টে পুরো- পুরিভাবে চলে আসবে।

যেভাবে Fiverr থেকে টাকা তুলবেন- ফাইভার থেকে আয় :

ফাইবার একাউন্ট থেকে আপনি পেপাল, মাস্টার কার্ড, বা এই ধরনের অনেকগুলো অনলাইন ট্রানজেকশন মেথডে আপনি আপনার টাকা তুলতে পারবেন।

এমনকি আপনি চাইলে ব্যাংক একাউন্টে ফাইবার থেকে টাকা নিতে পারবেন সে ক্ষেত্রে আপনার কয়েক
দিন সময় লাগবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *