কলির যুগ !
নিত্য নতুন কতো কিছু দেখি
আজগুবি আরোও যত লিখি!
পূর্বে অস্তিত্বই ছিলো না কোন
প্রতিনিয়ত এখন চলছে যেন!
কতো কিছু আর লিখে যাবো
জানিনা কবে যে শান্তি পাবো!
পথে ঘাটে যতো বাসা বাড়িতে
মোটর সাইকেল আর গাড়িতে!
পরনের প্যান্ট কত তালি মারা
খাম-খেয়ালী মতো চলে তারা!
কেউ হাঁটুর উপরে প্যান্ট পরে
ছতর ঢাকে না গর্ববোধ করে!
এখন যেনো চলছে কলির যুগ
কবে যে আসবে কপালে সুখ!
আল্লাহ পাক দয়াময়ও কতো
মুক্তি পাবো পাপী তাপী যতো!