দুর্দান্ত গতিময় !
একটি বিশেষাধিকার জীবন সবার
এবং যৌবনের দিনগুলি অবিচ্ছিন্ন
দীপ্তিতে জ্বলজ্বল করে বেঁচে থাকা
শ্বাস নেওয়া বিস্ময়কর আকাঙ্ক্ষা
স্বপ্নের সাথে হৃদয়েরও চিরকালের
সম্পর্ক ছিন্ন হলে ফিরে না আবার।
আবেগে রোমাঞ্চিত দুর্দান্ত গতিময়
উচ্চাকাঙ্ক্ষাসহ জ্বলতে অনুভূতির
গভীরতা উচ্চতা জানতে আগ্রহটা
সত্যি কত মনোরম ও সুন্দর যৌবন
দুর্লভ কিছু গোলাপের মতো জীবন
মনের রহস্য আরোও উন্মোচিত হয়।
পৃথিবীর বাতাস সমুদ্রে বিস্ময় আরো
কত জ্ঞানের ভাণ্ডার মোদের খোলার
চাবি অপেক্ষা সুখের যে রৌদ্রোজ্জ্বল
রাস্তাগুলি অলসতার সন্দেহ রাজ্যের
বাইরে নিয়ে যায় আর কত আনন্দের
হাসি আশীর্বাদ স্বরুপ হয়েছে কারো!
ভাবনার দুপুর বেলা ম্লান হয়েও যায়
ছায়া ঝরে যা ঝুরঝুরে আর শরতের
বাতাসের আনন্দ ফুলে শুকিয়ে যায়
তবু্ তো সহানুভূতির মিষ্টি ঘ্রাণ আছে
ফ্যাকাশে দুঃখ টা আমাদের ধারণার
কাছা কাছি নিয়েই কতো শান্তি পায়।
আমাদেরকে প্রস্থান খুঁজতেই পাঠায়
যদি মানুষ আমাদের পরিত্যাগ করে
এবং ছায়া পড়ে তবুও যেন সকলের
সর্বোচ্চ বিশেষত্ব আসে যার আত্মার
ঊর্ধ্বগামী পৌঁছানো লক্ষ্যেরই স্বাগত
উপস্থিতি খুঁজে পেতে সাধনাই গটায়!