দূর কর যত দু:খ !
কতো মানুষ পথে – ঘাটে রয়
অভাব-অনটন ক্লেশ দুর্ভোগ
নিপিড়ন নির্যাতন যতো সয়।
তাদের নির্ধারিত আবাস নাই
আরো চিন্তায় থাকে কোথায়
খাবার জোগাড় করতে যাই।
দিন রাত পেটের ধান্দা করে
রাত পোহালে খাদ্য জোগাড়
করতে হন্যে হয়ে তারা ঘুরে।
শতো পেরেশানিতে ঘাম ঝরে
কোন দিন কাজের বিনিময়ে
আয় করে সদায় নিয়ে ফিরে।
আল্লাহ পাক প্রদান করেন সুখ
তাঁর অসীম দয়ার ফলে যেনো
তাদের দূর করে দেন যত দু:খ!