অখাদ্য-কুখাদ্য !
সবে প্রতিদিন খাবারের নামে অখাদ্য-কুখাদ্য খাই
মৃত্যুর দিকেতে একপা দু’পা করে ধাবিত হয়ে যাই।
কেহোও বলে না তো মানুষ চিরদিন বেঁচে থাকবে
যার যতো হায়াত রেখেছেন ততো দিন সে টিকবে।
সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালা নির্ধারণের মালিক
ধরণীর বুকে যা কিছু বিদ্যমান সব কিছুর খালিক!
খালিক আরো মালিক পাক পরওয়ারদিগার যিনি
সৃষ্টিকুলে যা আছে সবার খাবার দান করেন তিনি!
আমরা আশরাফুল মাখলুকাত যতোও আছি যারা
আল্লাহ এবং তাঁর রাসুলের পথে চলতে থাকি তারা!
তাঁদের প্রদর্শিত পথে যদি বা দিনাতিপাত করি সবে
অপার মহিমায় দুনিয়া আখেরাতে শান্তি পাবো তবে!
আমরা মানব জাতি ধরণীতে অবস্থান করছি যতো
সত্যনিষ্ঠ আরো সৎ পথে চললে মুক্তি পাবো ততো!