সৌন্দর্য্য সঞ্চারি
কতো শতো পাহাড় ছুঁয়ে যায় প্রেমিক
সাগর ও মহাসাগর ছুঁয়ে চলে নাবিক।
পাহাড়ের স্নিগ্ধতা সাগরের বিশালতা
আরোও কতো যেনো বনের গহীনতা।
বসুন্ধরার অবারিত যতো সৌন্দর্যতা
শতো সৌন্দর্যই অম্লান মনের তৃপ্ততা।
শুধু বিধাতার যে সৃষ্টি নহে তুমি নারী
পুরুষ গড়েছে তরে সৌন্দর্য্য সঞ্চারি।
নিজ নিজ অন্তর হতে বসি কবিগণ
সোনার উপমা সূত্রেও বুনিছে বসন।
সঁপে যতো তোমার পরে নূতন মহিমা
অমর করিছে শিল্পী তোমার প্রতিমা।
সুন্দরতা কি তোমার গ্রীষ্মেরই মতো?
তুমিতো মধুরতর নয় মনোরম যতো।
বাতাসেও ঝরে ফুল মে মাসে ফোটে
আরো গ্রীষ্মের স্থায়িত্ব কত কম বটে।
রিনিঝিনি শব্দ হাতের কঙ্কনই বাজায়
রূপের ঝলকে কতো বিজলি চমকায়।
তোমার মাথার যেমন ঘন কালো চুল
সৌন্দর্যের তুলনাতে হবে না’কো ভুল।