ছন্দের তালে তালে !
যাতনার আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে
আর সে আগুনও ছড়িয়ে গেল সব খানে।
অগ্নিবীণা মোর হৃদয়ে উঠলো হঠাৎ বেজে
সুর লহরী ধরে ডেকে উঠলো কতো তেজে।
কান্নার রোল একদিন উঠবেই তব বাড়িতে
পাড়া পড়শী আসবে সারিতে আর সারিতে।
আল্লার নেয়ামত দাউদ নবীর মোজেজা সুর
দাউদ নবীর বাঁশির সুরও যেতো অনেক দূর।
বড় একটি সুরের আওয়াজে স্তব্ধ হয়ে যাবে
সবের ছন্দ ইস্রাফিলের আওয়াজ যবে হবে।
আমাদের জীবনটা তো ছন্দের তালেই ঘুরে।
হার্টের ছন্দ থেমে গেলে সব শেষে যাবে মরে!
ধরণীর বুকে যতো আছো মরার আগেই মরো
খোদা পাকের ইবাদত করার রাস্তা সবে ধরো!