ওৎপেতে থাকে !
কে তুমি হটাৎ ডাক দিলে মোরে
নিদ্রায় কতো যে বিভোর ছিলাম
আরামের ঘুম ভেংগে গেল সুরে।
জেগে দেখি সে আর কেউ বা নয়
ছোট কালের মোর আন্তরিক বন্ধু
আবুল কাশেম যার নাম যেন হয়।
বন্ধুটি মোর কাঁপছে করে থরথর
এক আজব ঘটনা বলতে গিয়েই
দেখি ক্রমে থেমে যাচ্ছে তার স্বর।
এক মধ্য বয়সের লোক পাশে তার
কতো সুন্দর ও নাদুস নুদুস চেহারা
পরে দু:খ কষ্ট সৃষ্টি হয়ে গেল যার।
তিনটি লোক কোত্থেকে ওরে ঘিরে
ঝাপটে ধরে সব যে তার নিয়ে যায়
আরো কতো কিল ঘুষি তারা মারে।
উচ্চ সুরেই কান্না হয়ে গেলো জারী
বাঁচাও শব্দে অনুনয় ও বিনয় করে
আহাজারিতেও বাতাস হলো ভারী !
তখন এগিয়ে গেলে দৌঁড়াতে থাকে
ওদেরি এক হোচট খেয়ে পড়ে যায়
ফলে সে মোবাইল ফোন যায় রেখে।
ঐ মোবাইলের ট্রাকিংয়ে উদ্ধার হয়
সকল মালামাল অন্তরের মধ্যে তো
পেরেশানি কমেও অসীম শান্তি বয়।
সাবধানে চলো যাত্রী ও পথিক সবে
বাটপার আর ধোকাবাজ যথা তথা
অগোচরেই ওৎপেতে থাকে নিরবে!