খোদার করুণা
আল্লার এ বিশ্ব জগৎ ভরে
আকাশ বাতাস জল স্থল
নদী নালা সাগর মহাসাগর
অগনিত অসংখ্য জীবজন্তু
যতো সকলে বিচরণ করে।
খাবার আল্লাহ করেন দান
তিনি আমাদের সবার প্রভু
তাঁর দয়ার ফলে সৃষ্টির লগ্ন
থেকে জারি আছে সর্বত্রই
সব কিছুতে যতো অবদান।
সকল মাখলুকাতের তরে
ইহ জগত ভরে মিষ্টি মধুর
কতো ফুল ফল তরু লতা
যত যেখানে যাবতীয় স্বাস্থ্য
উপযোগী গাছ বৃক্ষেই ধরে।
মাতা পিতার মহব্বত যতো
সন্তানদের জন্যেই রয়েছে
তার থেকেও কতো অধিক
খোদার করুণা জীবজন্তুর
উপর মমতা করে যান শত।