শ্রেষ্ঠ তুমি
শ্রেষ্ঠ তুমি
সবাই অবগত কত শ্রেষ্ঠ তুমি
তোমাকে যত শ্রেষ্ঠত্ব আল্লাহ
দান করেছেন তা সবে জানি।
সৃষ্টিকর্তাকেই সদা স্মরণ কর
এবাদত বন্দেগী করে সন্তোষ্টি
অর্জনের জন্য সহজ পথ ধর।
হারাতে চাইনা যে ভালো বাসা
যার অতিরিক্ত কখনোও হলে
অধিক মিষ্টিতে থাকে না দিশা।
ভালো বেসেছি তোমায় যতো
তুমি স্মরণ করলে তা বুঝতে
প্রতিদান চাইনি কখন তাতো।
সহযোগিতায় মহব্বতই বাড়ে
বুঝে নিতে হয় অনুভবে যতো
ফুর্তির বাতাসে হৃদয়টি নাড়ে।