ভোগ বিলাস !
জিন ও ইনসানকে করেছেন সৃজন
শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে
সত্যনিষ্ঠ ন্যায়ের পথে পরিবার সহ
চল সব প্রতিবেশী আর যত স্বজন!
তাঁর অসংখ্য দয়ার গুনে আছি সব
সৃষ্টিকর্তা আল্লার করি যত গুনগান
মেহেরবানীতে করেন প্রচুর কল্যাণ
তাসবিহ-তাহলিল জপি না করে রব!
যতো মানব জাতি সৃষ্টি কূলের সেরা
কল্যাণ ও মংগলের পথে চলে গেলে
দুনিয়া আরো আখেরাত উভয় স্থানে
সুখ সাচ্ছন্দ্য আরামেই থাকব মোরা!
এ জীবন যত কল্যাণ অর্জনের স্থান
আখেরাতের সুখের জন্যে সৃষ্টিকর্তা
আর তাঁর নবী (স.)এর প্রদর্শিত পথে
চলে লাভ করতে হবে ইজ্জত সম্মান!
আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি
সৃষ্টির মূখ্য উদ্দেশ্য ইবাদত উপাসনা
করে সুখ শান্তি ও দু:খ দুর্দশা সকল
অবস্থাতেই মোরা যেনো তাঁকে স্মরি!