আনন্দ ভ্রমণ
অদ্য ৩০.১২.২৩ ইং ভোরে
ফ্রান্স প্রবাসী প্রাণের বেয়াই
সাহেবের শশুর বাড়ি মোরা
বেড়াতে যাবো অনেক দূরে।
তখন কয়েক যাত্রী ছিলাম
যথেষ্ট আনন্দ ফুর্তি পেলাম
গল্প গুজবে যা শান্তি হলাম
সাথেও কতো কিছু নিলাম।
একটি লাইটেস নেই সাথে
সিলেট শহর হতে রওয়ানা
দিয়ে প্রায় ঘন্টা খানিক পর
যাত্রা বিরতি হয় এক সাথে।
গোলাপগঞ্জে বিরতিও নেই
মিষ্টির ঘরে ঢুকে যৎ সামান্য
নাস্তা পানীয় সেরে অল্পক্ষণ
পরে যাত্রা আরম্ভ করে দেই।
প্রমোদ ভ্রমণ উপভোগ করি
গন্তব্য স্থানে পৌঁছে চা নাস্তা
সেরে যোহরের নামাজ শেষে
সৃষ্টি কর্তার নাম আমরা স্মরি!