সার্থপর স্বভাব
গোলাপ ও বন্ধুত্বের মধ্যেই পার্থক্য হয়
গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে
বন্ধুত্ব হলো চিরন্তন যা স্থিতিশীল রয়।
খাঁটি বন্ধুত্ব পৃথিবীতে অধিক মূল্যবান
ভাল বন্ধু যদি হয় তাহলে সেথা অশ্রুর
কোনো ঠাই নেই আর রয়নি অভিমান।
বড় শত্রু সে সুদিনে যে বন্ধু বসায় ভাগ
সবচেয়ে অধিক সার্থপর স্বভাবও তার
দূরে চলে যায় দুর্দিনে সংগ করে ত্যাগ।
মানুষের জীবনে কিছু সময় এসে যখন
নিঃস্বার্থ যে পাশে দাড়ায় অসহায় হলে
যতো প্রমাণ প্রকৃত বন্ধুর সে হয় তখন।