দয়ার ভাণ্ডার !
সুখী দেশের তালিকা প্রকাশিত হলে
আলোচনাতে এসে সমাজের বিভিন্ন
স্তরে মোদের অবস্থা এমন কেন চলে?
অনেকের মনে যেন প্রধান কারণ হয়
যথাযথ প্রচেষ্টা যেথা নাহি থাকে যদি
দু:খ ও দুর্ভোগ যতো সেথা লেগে রয়।
কতো ধারণায় যতো অস্পষ্টতা আছে
অধিকতর ধারণা আরো মিথ্যারই মূল
যার উল্লেখ হাদিস শরীফেতে রয়েছে!
আরো কতোই একটা ঝোঁক দেখা যায়
চলাচলের ভিন্নতায় কতো যেনো ঘটায়
সুখী হওয়ার দরুন লক্ষ্যটির স্থির পায়।
কিছু একটা না হলে আমরা অসুখ ধরি
অন্য কেউ একজনে কোনো কিছু পেলে
সেটা সকলে পাওয়াকেই সুখ মনে করি।
এ সুখের মুখোশপরার লোলুপতা অসীম
খোদা সুখ সাচ্ছন্দ্য চক্রাকারে চারপাশে
ছড়ান তাঁর দয়ার ভাণ্ডার নয় তো সসীম!