সমৃদ্ধি পায় !
সময় দিন ক্ষণ চলে যায়
এক মুহুর্ত কাহারো জন্য
অপেক্ষা করেনা কত যে
কিছু রয় স্মৃতির খাতায়!
শত স্মৃতি বিজড়িত রয়
যত বন্ধু বান্ধব পরিচিত
অপরিচিত আর আত্নীয়
স্বজন কতো তফাৎ হয়!
বাড়ী হতে দূরে যায় চলে
ক্ষনিকের জিন্দেগী বেশী
চাক চিক্যময় ও সৌন্দর্য
বর্ধিত করে উন্নতি মিলে!
কেহো দেশটি ছেড়ে যায়
সুখ শান্তির জন্য বিদেশে
কামাই রুজি করে জীবন
উন্নতি ও সমৃদ্ধি যে পায়!