বংশী বাদক
বাঁশের বাঁশির যতো মধুর সুর
সে সুর হয় কতো মুগ্ধকর এর
আওয়াজ চলে যায় বেশী দূর।
অসীম মাহাত্ম্য যার সুর লহরী
বংশী ওয়ালা বাজায় বাঁশি সে
দিন রজনী আরো নিশি প্রহরী।
বংশী বাদকের কত যেনো মোহ
খেয়াল খুশি মতে সুর দিতে রয়
আরো ফুর্তিতে থাকে তার দেহ।
কখনোই দেয় মন মাতানো টান
বাজাতে থাকে দিয়ে মনো প্রাণ
মুগ্ধ হয় কতো হৃদয় আর জান!
তার বাঁশির সুরে শতো মন হরে
গান যখনি করে কত তাল ধরে
অনেকের অন্তর থাকে না ঘরে!