প্রাণ রক্ষা পায় !
ঘুম থেকে উঠে শুনি গন্ডগোল
চতুর্দিকের মানুষ দৌড়া দৌড়ি
করে এসে উপস্থিত হতে থাকে
শুরু হয়ে যায় অনেক হুলস্থুল।
যত সময় যায় লোকজন বাড়ে
খুব প্রভাতে এক বাস দুর্ঘটনায়
কবলিত হয় তুলনামূলক ভাবে
অধিক আঘাত পায় তার ঘাড়ে।
ঐ লোক বহু দূরের যাত্রী ছিলো
রাতের আঁধারে কুয়াশাতে ঘেরা
দেখা যায় নি একান্ত খুব সামনে
ছাড়া ফলে তারা কবলিত হলো।
আল্লাহ তায়ালা কত মেহেরবান
দুর্ঘটনাতে পতিত হলে আক্রান্ত
যথেষ্ট ছিল কিন্তু স্রষ্টা করুণাতে
রক্ষা করলেন বহু মানুষের প্রাণ!