আহাজারি !
এত দ্রুত বেগে কোথায় যাচ্ছ ভাই
তোমার যাওয়ার অবস্থার প্রেক্ষিতে
মনে হচ্ছে অন্তরে কোন শান্তি নাই!
সামান্য থেমে তুমি কিছু যাও বলে
তোমার পেরেশানি লাগব হলে তয়
আমি সহ একসাথে যাবো যে চলে।
দাঁড়িয়ে তখন সে দীর্ঘ শ্বাস ফেলে
করুণ কাহিনী বলতে আরম্ভ করে
এসব শুনেই অন্তরে অশান্তি মিলে!
যাত্রী ভর্তি এক বাস এক্সিডেন্ট হয়
তখন বড়ো মুড় নিতেই উল্টে গেলে
কত লোকে দুর্ভোগ আরো কষ্ট সয়!
বাসটি দুর্ঘটনায় কবলিত হলে পরে
যাত্রীদের আহাজারির ফলে বাতাস
ভারী হয়ে কত শোরগোল যায় দূরে!
দুর্ঘটনাতে পিতার হাত ভেংগে যায়
অনেক লোক মারাত্মকভাবে তারা
আহত হলে পরে কত যে কষ্ট পায়!