বাঁধন
আন্তরিক বন্ধু আমার হৃদয়ের বাঁধন
বর্তমান আরো ভবিষ্যতে সর্বদা তুমি
মিশে থাকবে অন্তরে সারাটি জীবন।
প্রাণ বন্ধু তুমি আমার ভোরের পাখি
দূরের অজানাতে হারিয়ে গেলে কভু
তখন আমায় তুমি খুজে নিবে নাকি?
তুমি আরো স্নেহাষ্পদ আশার আলো
নয়ন দু’টিতে তোমাকে ব্যতীত আমি
কেবল যেন দেখি সব আঁধার কালো।
তুমি আমার প্রাণ বন্ধু ফুলেরই সৌরভ
তোমার কারণে আমার আন্তরিকতা ও
স্নেহ মায়া মহব্বতের কতো যে গৌরব।
আমায় ছেড়ে তুমি চলে যেতে পারবে
তবে প্রতি মূহুর্ত তোমাকে স্মরণ করে
দিবে নিরবে অশ্রু আরো ফেলতে হবে।
সে স্নেহো মহব্বত যেনোই চিরস্থায়ী হয়
আল্লাহ তায়ালার মেহেরবানীতে এসব
ইহ পরকালের জন্য যে কল্যাণময় রয়