সুখী হব
তুমি তোমার রাস্তায় চলো
কে কি বলে তওয়াক্কা না
করে উপস্থিত হয়ে দেখো
তোমার বন্ধুটির কি হলো।
যদি লোক হিসেবেই অধম
শ্রমের মর্যাদা আর একান্ত
তপস্যা সাধনার ফলে হয়ে
যায় অনেকের মধ্যে উত্তম।
সমাজের অবহেলিত যারা
শ্রমে ধৈর্য সহিষ্ণুতার ফলে
আল্লাহর অসীম করুণাতে
প্রতিষ্ঠিত হয়ে থাকে তারা।
সৃষ্টি কুলের সেরা জীব যত
মহান রাব্বুল আলা মীনের
ইবাদত বন্দেগী করে গেলে
ইহ পরকালে সুখী হবে তত।