বীর দর্পে চলে !
গভীর বন জংগলের পাশে বাস
যখন তখন ও যেখানে সেখানে
আচমকা আক্রমণ করে কতো
মানুষের ঘটে জীবনের সর্বনাশ!
হিংস্র জীব জন্তুর যতো চলাচল
ওরা অবাধে বিচরণ করে ঘোরে
সগতিতে বীরত্বের সাথে বেড়ায়
কখনো শুরু করে কত হুলস্থল!
মূহুর্তে সুযোগে আক্রমণও করে
দলবেধে হাতী মিলে লোকালয়ে
উপস্থিত হয়ে যত ভাংচুর সেরে
উপস্থিত মানুষেরে দৌড়ায় পরে।
বন্য প্রাণীদের শত আতংকে রয়
যত বীর দর্পে চলে সুযোগে তারা
হঠাৎ হানা দেওয়ার ফলে কতো
লোকের জীবন পর্যন্ত ধ্বংস হয়!