বড় কনটেন্ট লেখার জন্য ‘আর্টিকেল’ ফিচার নিয়ে এল এক্স :

অনলাইন ডেস্ক 

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১৫:১৯

টেক্সট ফরম্যাট করার জন্য ইটালিক, বোল্ড, বুলেট পয়েন্ট, নম্বর লিস্টের মতো বিভিন্ন অপশনও যুক্ত করেছে এক্স।

ছবি: ডিজিটাল এজ বড় কনটেন্ট প্রকাশ ও শেয়ারের সুবিধা দিতে ‘আর্টিকেল’ ফিচার নিয়ে এল মাইক্রো- ব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)।

এই ফিচারের মাধ্যমে বড় দৈর্ঘ্যের নিবন্ধ বা আর্টিকেল লেখা যাবে।

তবে ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে না। শুধু এক্স প্রিমিয়াম প্লাসের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। 

এক পোস্টে এক্স বলে, এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ও ভ্যারিফাই করা প্রতিষ্ঠানগুলো আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবে।

এর মাধ্যমে ফলোয়ারদের জন্য বড় দৈর্ঘ্যের কনটেন্ট লেখা যাবে ও শেয়ার করা যাবে।

আর্টিকেল কম্পোজার ফিচারটি এক্সের ওয়েব সংস্করণের সাইডবারে পাওয়া যাবে।

ব্যবহারকারীরা সাইডবার থেকে আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবেন। 

এ ছাড়া টেক্সট ফরম্যাট করার জন্য ইটালিক, বোল্ড, বুলেট পয়েন্ট, নম্বর লিস্টের মতো বিভিন্ন অপশনও যুক্ত করেছে এক্স।

আর্টকেলগুলোয় ছবি, ভিডিও ও অন্য এক্স পোস্টও যুক্ত করা যাবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগেজেটের মতে, ১ লাখ ক্যারেক্টার বা ১৫ হাজার শব্দের মধ্যে আর্টিকেলগুলো লেখা যাবে।

অন্যান্য পোস্টের মতো আর্টিকেলগুলো ব্যবহার- কারীর প্রোফাইলের নতুন আর্টিকেল ট্যাবে দেখা যাবে এবং ফলোয়াররা তাঁদের টাইম লাইনে এগুলো দেখতে পারবেন। 

অন্যান্য আইকোন ও লে-আউটের জন্য আর্টিকেল- গুলো এক্সের অন্যান্য পোস্ট থেকে আলাদা করা যাবে। 

আর্টিকেল পোস্ট করার পর ব্যবহারকারীরা এগুলো ডিলিট বা এডিট করতে পারবে।

এডিট করার জন্য নির্দিষ্ট আর্টিকেল কম্পোজার টাইমলাইন থেকে খুঁজে বের করতে হবে।

এরপর আর্টিকেলের ওপরে তিন ডট মেনুতে ক্লিক করতে হবে।

ফলে একটি ছোট মেনু দেখা যাবে। মেনু থেকে একটি এডিট বাটনটি ক্লিক করে আর্টকেলটি এডিট করা যাবে।

এডিট করা শেষ হলে পুনরায় আর্টিকেলটি পোস্ট করতে পারবেন। 

কোনো আর্টিকেল ডিলিট করার জন্য সেই তিন ডটের মেনু থেকে ডিলিট অপশন নির্বাচন করতে হবে। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *