প্রত্যাশা
যতো বেশি কেহ স্মরণ করে যাকে
সে দুনিয়ায় অনুসরণ করবে ততো
বেশি আরো ভালো বাসবেও তাকে।
খোদা পাকের তরে স্মরণ হয় যদি
তবে সে আমল করার জন্যে তিনি
বান্দার প্রতি খুশি থাকেন নিরবধি!
রাসুলুল্লা (স.) হাদিসে কত নসিহত
রেখেছেন জারী যাতে মানুষ নিজে
পালন করে পার হয় সকল মুসিবত!
নসিহত রাসুল (স.)এর মানলে পরে
নিজে গোনামুক্ত জীবন যাপন করে
হতাশা হতে বেঁচে যেন কল্যাণ সারে!
রাসুল (স.) এর বাণী আল্লাহ বলেন
হে আদম সন্তান ! দোয়া দুরুদ করে
জগৎভরে সব যেনো সু পথে চলেন!
যতক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে
আল্লাহর কাছে প্রত্যাশা রেখে যাবে
ততক্ষণ তিনি ক্ষমার সুযোগ রাখবে!
যতো বেশি এবং বড়ই হোক না কেন
গোনাহের পরিমাণ যদি প্রার্থনা করো
সৃষ্টিকর্তা সব দিবেন ক্ষমা করে যেন!