জীবন বাজি
রাত পোহালে ছুটে চলে যায়
অনেকে কতো মাট ঘাট নদী
নালা খাল বিল পাহাড় পর্বত
অতিক্রম করে যার তার রুচি
অনুযায়ী পোশাক পরে গায়।
কার গন্তব্যস্থান কোথায় রয়
অন্যরা অনেকে তা জানেনা
সেথা পৌছিতে যত সীমাহীন
দু:খ কষ্ট দুর্ভোগ দুর্গতি আর
কতো মাথার ঘাম ছুটেই বয়।
প্রত্যেকের যেন উদ্দেশ্য থাকে
কেহ প্রমোদ ভ্রমণে দল বেঁধে
ছুটে চলে যায় আরো অনেকে
কর্তব্য কাজে যোগ দিলে পরে
শতো কষ্টে জীবন বাজি রাখে।
একেক জনের কাজ রয় ভিন্ন
এর মধ্যে অগনিত কত আছে
রোদ বৃষ্টিতে মাথার ঘাম পায়ে
ফেলে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত
শ্রম দিয়ে যোগায় তাদের অন্ন।