স্বার্থ দিয়ে বলি
ধরায় কত যেন আছে
অনেকে অবস্থান করে
সুন্দর ও সাবলীলভাবে
বহু যে রসাতলে গেছে।
সহজ সরলভাবে চলে
সৎ সত্যনিষ্ঠ ও সঠিক
পথটি পার হয়ে গেলে
মনে যত প্রশান্তি মিলে।
আমরা মানুষের তরে
অন্যের হিতার্থে সবাই
কাজ করে গেলে সুখ
শান্তিতে জীবন ভরে।
সকলে স্বার্থ দিয়ে বলি
পরের কল্যাণের জন্য
খোদা পাকের আদেশ
নির্দেশ মেনে যেন চলি!