গাই গুণগান !
ছোট বড় যতো মানুষ বাস করে
মহান আল্লাহ তায়ালার অসংখ্য
অগনিত করূণার ফলে খাদ্য বস্ত্র
বাসস্থান আরো প্রয়োজনীয় যত
সব কিছু ভোগ করছে একাধারে!
টিকে আছি অপার মহিমার ফলে
সৃষ্টি কর্তা সৃজন করেছেন কেবল
তাঁর ইবাদত বন্দেগী পালন করার
জন্যে যাতে করে নির্দেশ মত চলে
আরাম আয়েশ আরো শান্তি মিলে!
চীর মহান তিনি তাঁর যতো গুণগান
স্রষ্টার আরাধনা ও উপাসনায় রতো
থেকে রাসুলুল্লাহ (স.) এর প্রদির্শিত
রাস্তায় পরিচালিত হলে বর্ধিত করে
দেন শত ইজ্জত মান আরো সম্মান!