জগৎময় !
একটু আধটু করে সময় বয়
এরই মধ্যে অনেক কিছু ঘটে
গিয়ে অবশেষে দু:খ দুর্ভোগ
অশান্তি কত কিছু লেগে রয়।
জীবন যুদ্ধে জয়ী হয় তারা
মূল্যবান মুহুর্তগুলোর সঠিক
মূল্যায়ন করে নিষ্ঠার সহিত
কাজ কর্মে লিপ্ত থাকে যারা।
তারা জীবনে শ্রেষ্ঠ মানুষ হয়
নিজের পরিবারের প্রতিবেশী
দেশ ও জাতীর কল্যাণে মহৎ
কাজে নিযুক্ত রয় জগৎ ময়!