প্রচেষ্টা
সব মানুষ তার সুবিধা চায়
কেউ শত চেষ্টা করার পরে
তা অর্জন করে শান্তি পায়।
নিজ নিজ কর্মে থাকে লিপ্ত
সময়ের মূল্য তপস্যার ফলে
কেহো ভোগ করে অতিরিক্ত।
প্রত্যেকেই উন্নতির পথ চায়
নিজের শতো প্রচেষ্টায় আর
কষ্ট সহিষ্ণুতার গুণে তা পায়।
আরো যত অশান্তিতে আছে
দু:খ দুর্গতিতে জর্জরিত হয়ে
মনের সুখ শান্তি চলে গেছে।
সময়ের সঠিক মূল্য দেয় যারা
প্রতি মুহূর্তের মূল্যায়নের তরে
সফলতা লাভ করে নেয় তারা।