সাঁঝের বেলা
সংসারের দায় ভার নিলে
কতো মানুষের কষ্ট দু:খে
জীবন যায় চলে দুর্গতি ও
দুর্দশা ললাটে মিলে শেষে
সুখী হয় পরিশ্রমের ফলে।
আরো দু:খ দুর্ভোগে যত
দিন রজনী অনেকে কষ্ট
যাতনা দুর্গতি নিপিড়ন
আর নির্যাতন সহ্য করে
তাদের জীবন যায় কত।
হৃদ মন্দিরে কতো খেলা
অনেকে মনের সুখ আর
আনন্দে নেচে নেচে গুন
গুন সুরে গান করে তাতে
অতিক্রম করে কত বেলা।
আল্লার শ্রেষ্ঠ জীব মোরা
সত্য ও সঠিক পথে চলে
ইবাদত বন্দেগীর মাধ্যমে
ব্যক্তি সামাজিক জীবনে
উন্নতিতে ভরে যাবে ধরা!