আমাবস্যা
আমাবস্যারা ঘনো কালো রাতে
তাদেরও মনের দরোজা খোলে
তখনো যতো ব্যাথারো পেয়ালা
দুঃখ ও অশ্রুজলে লেগে থাকে।
চিলে কোঠায় আমি একা থাকি
সর্বস্থান হয়ে যায় একদম ফাঁকা
মধ্যরাতে ঝিঁঝিঁ পোকার শব্দেও
সময় চলে কত কি থাকে বাকী।
টিক টিক করে যখন ঘড়ি চলে
তখনতো আমি একা জেগে রই
হারানো যতো স্মৃতিগুলি খোঁজে
ব্যর্থ হয়ে হিসাবেরই খাতা মেলে।
শূন্যতা আমায় কুড়ে কুড়ে খায়
অন্তরংগ একটা বন্ধু ছাড়া বেঁচে
থাকা মনে করি বিশ্বাসঘাতকতা
সব সুখ শান্তি আরো লোপ পায়।