উল্লাস
সুখে দু:খে জীবন ভরা
কার ভাগ্যে কি রয়েছে
কেহো কিছুই জানে না
সকল ধরনের মানুষের
জন্যে সৃষ্টি হয়েছে ধরা।
যে জীবন হয় শান্তি ময়
তার মনে কতো আনন্দ
উল্লাস প্রতিনিয়ত থাকে
কেবলমাত্র সে লোকটি
সম্পূর্ণই ভোগ করে রয়।
খোদার কর্ম করেন যাঁরা
তাঁর ইবাদত ও বন্দেগীর
জন্য ব্যস্ত আর রাসুল(স)
এর প্রদর্শিত রাস্তায় চলে
সময় কাটিয়ে দেন তাঁরা।
আরো কষ্টে আছেন যত
সময়ের কখনো মূল্যায়ন
না করে মনের ইচ্ছেমতো
চলাফেরায় থেকে জীবন
নষ্ট করেছেন রীতিমতো।