কোন সময় বাংলাদেশ থেকে ব্লগে পোস্ট করা ভাল?
সিদ্ধার্থ সজল
ইউটিউবে যে কোনো সময় পোস্ট করতে পারেন। আপনার দর্শকরা ঠিকই তাদের সময়ানুযায়ী দেখে নিবেন।
আমি সাধারণত রাত ১০ টার পরে ইউটিউব দেখি। তবে আমার মনে হয় বিকেল ৫ টা থেকে রাত ১০ টার মধ্যে করা ভালো।
কারণ এ সময়ে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটিয়ে থাকেন।
ব্লগ পোস্ট কারো টাইম লাইনে যায়না। কেউ সার্চ দিলেই সামনে যায়।
পুরোটাই SEO এর উপর নির্ভর। তবে নিউজ ভিত্তিক সাইট হলে যত দ্রুত সম্ভব পোস্ট দেয়া উচিত।
এক দিনে ব্লগে কয়টা পোস্ট করা ভালো ইংরেজি কন্টেন্ট?
ব্লগে রেগুলার পোস্ট করতে হবে। এখন আপনি চাইলে ১ দিনে ১০ টাও করতে পারেন ২০ টাও করতে পারেন আবার ১ টাও করতে পারেন।
তবে মনে রাখতে হবে রেগুলার বেসিসে পোষ্ট করতে হবে
ব্লগে পোস্ট করার ক্ষেত্রে কোন সময় নির্ধারন করা নেই ৷
আপনি যে কোন সময় ই পোস্ট করতে পারবেন ৷ এখানে ফেইসবুকের মত ধরাবাধা নিয়ম নেই ৷
বাংলায় ব্লগিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব?
আমি নিজে একজন ব্লগার। আমি ব্লগিং করে মাসে ২৫ হাজার টাকার বেশি ইনকাম করি।
আপনি চাইলে আরো বেশি পরিমানে টাকা আয় করতে পারবেন।
আমাদের বাংলাদেশে এমন অনেক গুলো ব্লগিং সাইট রয়েছে যেগুলো থেকে মাসে লক্ষ টাকার বেশি আয় করে।
তাই আপনি ও বসে না থেকে আজই শুরু করুন নিজের ব্লগিং ক্যারিয়ার।
ব্লগারে পোস্ট করে পোস্ট ডিলিট করে দিলে কোন সমস্যা হবে?
অবশ্যই সমস্যা হবে!
আমরা যখন কোন পোস্ট লিখে তা পাবলিশ করি সেই পোস্ট গুগল সহ আরো বিভিন্ন সার্চ ইঞ্জিনের মধ্যে ইনডেক্স হয় এবং যা পরে সার্চ রেজাল্ট-এ আসে।
এখন আপনি যদি আপনার ব্লগ সাইটের কোন পোস্ট ডিলেট করে দেন যা ইনডেক্স হয়ে আছে, তা ডিলেট করার পরেও সার্চ ইঞ্জিনে দেখাতে পারে বা দেখাবেই।
আর যখন কেউ সেই লিংকে ক্লিক করে সেই পোস্ট এর মধ্যে ভিসিট করবে তখন তাকে Missing page বা 404 error page not found ইত্যাদি দেখাবে।
কারণ আপনি পোস্টটি ডিলেট করে দিয়েছেন এবং সেই লিংটি সার্চ ইঞ্জিনে দেখালেও তা broke হয়ে গেছে।
আর যা গুগল একদমই পছন্দ করেনা তার কোন ভিসিটরস মিসিং পেজের মধ্যে ল্যান্ড করুক।
ব্লগার বাংলাদেশে চালু হবে কি?
ব্লগার বাংলাদেশ সহ অন্য অন্য দেশে বন্ধ রয়েছে তবে, এটা কোনো সমস্য নয়।
অল্প কিছু দিনের মধ্যে আবার চালু হবে। টেনশন করার কিছু নেই।
ব্লগে কি পিডিএফ ভাগাভাগি করা যায়?
হ্যা৷ অবশ্যই৷
প্রথমে যেই পিডিএফ টি চাচ্ছেন আপলোড করতে সেটাকে গুগুল ডকস এ আপলোড করতে হবে।
গুগুল ডকসে ডুকে ফাইল আপলোড এর জায়গায় সেই পিডিএফ সিলেক্ট করে আপলোড করুন ।
তারপর সেটাকে শেয়ার করার অপসনে ক্লিক করার পর পেয়ে যাবেন একটা এইচটিএমএল এমভেড কোড ৷
সেটা কপি করে ব্লগার পোস্টে এইচটিএমএল এডিট ফরমেটে গিয়ে পেস্ট করে দিন ৷
তারপর পাবলিশ করুন৷ আশা করি বুঝতে পেরেছেন৷ আরও বেশি বুঝতে ইউটিউব দেখুন৷
আর্টিকেল স্পিনিং করে ব্লগে পোস্ট করলে কি একটি ব্লগ জনপ্রিয় হতে পারবে?
আর্টিকেল স্পিনিং করে ব্লগে পোস্ট করলে একটি ব্লগ জনপ্রিয় হতে পারবেনা।
কেননা আপনি অন্যের আর্টিকেল কপি করে স্পিনিং করে তার চেয়ে ভালো করতে পারবেন না।
বরং দেখতে অনেকটা অগোছালো হয়ে যাবে মানেটা অনেক চেঞ্জ হয়ে যাবে।
একটি আর্টিকেল যদি গোছালোভাবে না থাকে কিংবা পড়তে ভাল না লাগে তবে ভিজিটররা সেখানে বেশিক্ষণ থাকবে না।
বরং অন্য কোথাও চলে যাবে তাই আপনার উচিত হবে নিজে নিজে আর্টিকেল লেখা।
বাংলাদেশের সব চেয়ে ভালো ব্লগ কোনটি?
বাংলাদেশে বেশ কিছু ব্লগ সাইট আছে যেখানে ব্লগাররা লিখালিখি করে থাকেন।
আমার কাছে সবচে ভালো এবং লেখক-পাঠক উপযোগী ব্লগ মনে হয়েছে সামহোয়ারইনব্লগ কে।
তবে বর্তমান সময়ে বাংলাদেশ সরকার কর্তৃক সাইবার নিরাপত্তা আইনে ব্লক করা আছে।
আপনি চাইলে ভিপিএন এর সাহায্যে প্রবেশ করতে পারবেন।
আবার Quora বাংলায় চালু করার পর থেকে বেশ জনপ্রিয় হতে শুরু করেছে। নতুন ব্লগাররা এখন কোরায় লিখতে উৎসাহী হচ্ছেন।
বাংলা ভাষায় ব্লগ লিখে কত দিনের মধ্যে উপার্জন শুরু করা যেতে পারে?
নির্দিষ্ট সময়টা বলা মুশকিল। বাংলা ব্লগের যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে।
তবে বাংলায় গুগল অ্যাডসেন্স অনুমোদন হয়েছে বছরখানে আগে।
পূর্বে শুধু বাইরের বিজ্ঞাপনের উপরই নির্ভর করতে হতো ব্লগার বা সাইট মালিকদের।
তবে এখন বাংলায় গুগল অ্যাডসেন্স সমর্থন করায় আয়ের পথটি সহজ হয়েছে।
এখন কেউ একটি সাইট হিট করতে পারলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমেও ভালো আয় করতে পারেন।
সময়টা নির্ভর করবে সে ব্লগ সাইট বা কনটেন্ট ভিত্তিক সাইটের মানের উপর।
কারণ, ভালো বা মানসম্মত কনটেন্ট পেলেই পাঠক আসবে আর পাঠক আসা মানেই সাইটের হিট বাড়া এবং সে অনুযায়ী আয় হওয়া।
তবে পুরো বিষয়টি নিয়ে নির্দিষ্ট ভাবে এক বছর লেগে থাকতে পারলে ফলাফল পাওয়া সম্ভব।
অন্যের ব্লগে পেমেন্টের বিনিময়ে বাংলায় কনটেন্ট লিখতে চাইলে কিভাবে জানতে পারি যে, কোন ব্লগের লেখক প্রয়োজন?
আপনার জানার দরকার নাই। আপনি একজন কন্টেন্ট রাইটার। আপনি ব্লগ লিখেন। এটা আপনি তাদের জানান।
কিভাবে জানাবেন?
ফেসবুকে প্রচুর গ্রুপ আছে, যেখানে বিভিন্ন ব্লগার তাদের রাইটার প্রয়োজন বলে পোস্ট করে।
আপনি সেখানে গিয়ে বলুন, আপনি একজন কন্টেন্ট রাইটার।
ইনবক্সে আপনার লেখা কোনো কন্টেন্ট থাকলে তাদের দেখান।
ভাল লাগলে নিজ থেকে যোগাযোগ করবে। আপনার খুঁজতে হবে না।
নিজেকে প্রমুট করুন।
মার্কেটিং রিলেটেড গ্রুপে, “আপনি একজন কন্টেন্ট রাইটার” লিখে পোস্ট করুন।
প্রয়োজনে যোগাযোগ করতে বলুন। প্রয়োজন হলে যোগাযোগ করবে।
ধন্যবাদ।
বাংলায় ব্লগিং করতে চাই। বাংলা ব্লগ ঠিক কতটা জনপ্রিয়? আপনি কী ধরনের ব্লগ পড়তে পছন্দ করবেন?
হাই আমিও একজন বাংলা ব্লগার আমি বাংলাতে মোটিভেশনাল কথা স্টোরি লিখি।
বাংলায় ব্লগ জনপ্রিয় হচ্ছে যেহেতু মানুষ নিজের ভাষার প্রতি ভালোবাসা আনছে এবং কিছু জিনিস নিজের ভাষায় জানতে চাইছে ।
এবার জনপ্রিয় বলতে একদিকে যেমন বলতে পারেন যে কোনো ভাষাতেই জনপ্রিয় সব চেয়ে একটি জিনিস হচ্ছে খবর।
এবার আপনি যদি নিজে কনটেন্ট লিখতে চান তবে দেখুন যে আপনার কোন জিনিসে ইন্টারেস্ট আছে ।
তাছাড়া এমন কিছু টপিক নিয়ে কনটেন্ট বানাতে পারেন যেগুলো বাংলায় খুব কম আছে কিন্তু বাঙালিরা সেগুলো কিছুনা কিছু হারে চায়।