দুর্বার
এখনকার যোগে হর হামেশা চলে
কতো সন্ত্রাসী হানাহানী মারামারি
ফলে অনেকের শান্তি নাহি মিলে।
এ সব ঘটানোর জন্যেই দায়ী যারা
প্রতিনিয়ত পেরেশানি ও দুশ্চিন্তায়
কত মূল্যবান সময় নষ্ট করে তারা।
ঝামেলা ও ফ্যাসাদ সৃষ্টিকারী যত
অসহনীয় পরিস্থিতির খেসারত ও
সম্পুর্ণ ফল ভোগে রয় প্রতিনিয়ত।
সহনশীল সুন্দর মনোভাব যাদের
কাজ কর্মে গতিশীল ও উন্নয়নের
লক্ষ্যে পৌঁছার সুযোগ রয় তাঁদের।
তাঁরা সৎ ও সুন্দর পথে চলে থাকে
ইহ পরকালে কতো শান্তি আনে ও
ন্যায়ের রাস্তায় জীবন বাজি রাখে।