আত্ম-প্রত্যয়
জীবনে খারাপ সময় আসতে পারে
যদি কখনো ইহা আসে অধৈর্য হয়ে
ভেঙ্গে না পড়ে নিজের মনটুকু শক্ত
আর আত্ন বিশ্বাস রেখে চলে গেলে
অসাধ্য সাধন করে যা উন্নতি সারে।
কঠিন শ্রম আর সময়ের মূল্য দিলে
অলসতা এবং কর্তব্য কাজে বিমুখ
না হলে অন্তরের মধ্যে অসীম সাহস
রেখে ধৈর্য্য ও কষ্ট সহিষ্ণুতার সাথে
কতো তপস্যা সাধনায় উন্নতি মিলে।
জীবনে সবাই তো সুখী থাকতে চায়
কিন্তু কেউ পায় আবার অন্যরা ইহা
থেকে অনেক দূরে চলে যায় আরো
আরাম আয়েশ সুখ সাচ্ছন্দ্য কতো
লোপ হয়েও শতো অশান্তি পোহায়।
জীবন ও মৃত্যু একই ব্যাপারের সব
কেবল মাত্র নামে যাদের বিভিন্নতা
যেরুপ একই টাকার এপিঠ-ওপিঠ
উভয়ের মধ্যেই স্নেহ মায়া ও মমতা
নিহিত মোহে পড়ে থাকে কতো রব।
হায়াত আর পরকালের পার্থক্য যত
এদের অবস্থাটাকে পরিস্কার সুন্দর
করে বোঝবার জো নেই এক দিকে
বেঁচে থাকার চেষ্টা করা হচ্ছে শতো
পর মুহর্তে বিনাশা বা মৃত্যু চেষ্টারত।