ইন্টারনেট ব্যবহারে সচেতনতাঃ
ইন্টারনেট ব্যবহারে সচেতনতামূলক আলোচনায় হাত তুলে এর অপপ্রয়োগ করবে না বলে শিক্ষার্থীদের শপথ ।
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১৮:০০
FacebookXWhatsAppLinkedInTelegramMessengerEmailShare
শিশু-কিশোরদের মধ্যে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০২ আগস্ট ময়মনসিংহ মাইজবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এবং চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক প্রচারাভিযান
ময়মনসিংহ –
মোস্তাফিজুর রহমানঃ
ইন্টারনেট যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ইন্টারনেটের সঠিক প্রয়োগের পাশাপাশি অপপ্রয়োগও করছে শিশু-কিশোররা।
নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।
বিষয়টি বিবেচনায় নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুহৃদ সমাবেশের ময়মনসিংহ ইউনিট প্রচারাভিযান শুরু করেছে।
০২ আগস্ট ময়মনসিংহ সদরের মাইজবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
আলোচকরা প্রযুক্তির ভালো ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ইন্টারনেটের অপব্যবহার থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা হয়।
সুহৃদ সমাবেশের সভাপতি ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেনের সভাপতিত্বে প্রচারাভিযানে মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান প্রকৌশলী মো. হযরত আলী।
জেলা সুহৃদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ফকিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুহৃদ এ কে এম জহিরুল হক, মাইজবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক উদ্দিন আহমেদ, সমকালের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান।
মুখ্য আলোচক মো. হযরত আলী বলেন, পড়াশোনা ও কাজের পাশাপাশি বিনোদনের অন্যতম মাধ্যম ইন্টারনেট।
কিন্তু ইন্টারনেটে আমরা সবাই কি নিরাপদ? মোটেও নয়। ইন্টারনেট ব্যবহারের ফলে শিক্ষার্থীরা খেলার মাঠ, ঘুম ছেড়ে দিয়েছে; পড়ালেখা বাদ দিয়ে শুধু ইন্টারনেটে ডুবে থাকে।
গেমিং, অনলাইন জুয়াসহ নানা অপব্যবহার করছে। এ থেকে বেরিয়ে আসতে সচেতনতা প্রয়োজন।
এ কে এম জহিরুল হক বলেন, ইন্টারনেট ব্যবহার করে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে; অনেকে আবার এই ইন্টারনেট ব্যবহার করেই আয় করছে লাখ লাখ টাকা।
আমাদের সুফলগুলো গ্রহণ করা উচিত এবং কুফলগুলো বর্জন করা উচিত।
আলোচনা শেষে সব শিক্ষার্থী হাত তুলে ইন্টারনেটের অপপ্রয়োগ করবে না বলে শপথ করে। v সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ময়মনসিংহ
সন্দ্বীপঃ
সাজিদ মোহন নতুন প্রজন্মকে নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন করতে ০২ আগস্ট এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপে।
সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ সুরাইয়া বেগমের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমকাল সুহৃদ সমাবেশের সদস্য প্রভাষক শামসুল আজম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন।
সুরাইয়া বেগমের সভাপতিত্বে প্রধান আলোচকসহ বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ শাখার আহ্বায়ক সিরাজুল মাওলা, থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, মগধরা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রবিউল মাওলা, সমকাল সন্দ্বীপ সংবাদদাতা সাজিদ মোহন ও সন্দ্বীপ থানার এসআই জয়নাল আবেদীন।
বক্তারা নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ‘অনলাইন নিরাপত্তা’ বিষয়ে ভালো ধারণা, কম্পিউটার-স্মার্টফোন ব্যবহারে সতর্ক থাকার বিষয়ে জোর দেন।
ইন্টারনেটে আসক্ত হয়ে নিজের জীবন নষ্ট না এটি ব্যবহার করে আত্মোন্নয়ন ও নিজেকে যোগ্য করে গড়ে তোলার তাগিদ দেন।
জাকির হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা, সৃজনশীলতা ও নিরাপদ থাকা জরুরি।
নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে শিক্ষকদের পক্ষ থেকে সচেতনতা তৈরির পাশাপাশি অভিভাবক সমাবেশেও অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে।
এই মাধ্যম ব্যবহার করে যেন কোনো শিক্ষার্থী অপরাধে জড়িয়ে না পড়ে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।
তাহমিনা বেগম বলেন, প্রতিনিয়ত জীবনযাপন প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। আগামী দিনে এটি আরও বৃদ্ধি পাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
এটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, ব্যবহারে সচেতন হতে হবে।
শিশু-কিশোররা যেন প্রযুক্তির অপব্যবহার করে ভুল পথে পা না বাড়ায়, সেদিকে সচেতন থাকতে হবে।
সুহৃদ সমাবেশ সন্দ্বীপ শাখার সদস্য সচিব শামসুল আজম মুন্নার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ কলেজের প্রভাষক রওশন আলী সুমন, ক্রিকেটার আরিফুল আলম খালেদ, সমকাল সুহৃদ সমাবেশের সদস্য মো. পারভেজ আলম রুস্তম, আবদুল করিম আলো, সঞ্জীব চন্দ্র রায়, নজরুল নাঈম, আব্দুর রহমান ইমন, নাঈমুর রহমান দুর্জয়, জুনায়েদ তালেব অনিক, ইয়াছিন আরাফাত প্রমুখ।
সামাজিক যোগাযোগমাধ্যম সঠিকভাবে ব্যবহার বিষয়ে আলোচনা শেষে শিক্ষার্থীদের ইন্টারনেটের অপপ্রয়োগ বিষয়েও জানানো হয়। v সমন্বয়ক সুহৃদ সমাবেশ, সন্দ্বীপ।