বিজয় উৎসব
খুব ভোরে উঠে প্রস্তুতি নিয়ে বের হয়ে চলে
চলার পথে কতো বন্ধু বান্ধব পরিচিত আর
অপিরিচিত অনেকের সাথেই সাক্ষাৎ মিলে।
বিজয় দিবসের অনুষ্ঠান সম্পাদনের লক্ষ্যে
ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই খুশিতে
সাজ সজ্জায় সজ্জিত হয় দেখা যায় সচক্ষে।
সৃষ্টি হয় এক মনোরম আনন্দ ঘন পরিবেশ
প্রতিটি জনগণের একমাত্র লক্ষ্য শুধু সবাই
গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানের যা করবে উন্মেষ।
শীতের প্রচুর ঠান্ডা বাতাসও উপেক্ষা করে
শ্রেষ্ঠ সন্তানদের যতো শ্রদ্ধা জানিয়ে বিজয়
উদযাপন কত মানুষ সূচনা করে নেয় পরে।
সারি বেধে পর্যায়ক্রমে উপস্থিত হয় মিনারে
পুষ্পস্তবক রাখা হলে পরে সুন্দর করে ছবি
তুলে নেয় আর কত অপেক্ষা করে কিনারে।
পতাকা নিয়ে স্মৃতিসৌধে ভরে জনতার ঢল
মাথায় বিজয় দিবস লেখা ব্যান্ড নিয়ে আর
বিনম্র চিত্তে মিলিত হলে সৃষ্টি হয় কোলাহল!
চতুর্দিকে ছড়িয়ে পড়ে বিজয় দিবসের সুর
ঘন ঘন মাইকের আওয়াজে আরো আনন্দ
উল্লাস করে কতো যেনো বেজে কি সুমধুর!
সবার মনে থাকে বিজয় দিবসের যত খুশী
চতুর্দিকে ছড়িয়ে পড়ে বিজয়ের আনন্দঘণ
মুহুর্ত উল্লাস ফুর্তি আমোদ রয় কতো বেশী!
উৎসব-আনন্দে নানা কর্মসূচির মধ্যে দিয়ে
বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয় দিন
উদযাপনও করে দেশবাসী সকলকে নিয়ে!
দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান হয়
বিশ্বের মান চিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন
বাংলাদেশের যাদের রক্তের বদলে তা রয়!
নানা স্লোগান দেশাত্মবোধক কত গান চলে
শ্রদ্ধা জানাতে জনতার ঢল অব্যাহত থাকে
বেলা ১টা পর্যন্ত সবার মনে যত শান্তি মিলে!