দূরের পথ
তুমি যে বলে ছিলে,
এক সাথে আমরা মিলে।
অনেক দূরের পথ যাবো,
আরো অনেক বন্ধু পাবো।
পেরিয়ে কত যে মাট ঘাট,
যাব মোরা ঐ খেলার মাঠ।
যেথায় বহু রঙের খেলা,
কেটে যাবে দিনের বেলা।
আমরা সকলে চড়ে দোলনা,
আনন্দের থাকবেনা তুলনা।
দৌড় ঝাঁপ করে যাব কত,
হেলে দূলে যার তার মত।
সকলেই সায়াহ্নের আগে,
মিলে মিশে সব অনুরাগে।
ফিরে যাব যার তার বাড়ি,
বহুদূরের পথ দিয়ে পাড়ি।